,

কোর্ট প্রাঙ্গণে পকেটমারদের উপদ্রব : রেহাই পাচ্ছে না কেউই

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের কোর্ট প্রাঙ্গণে পকেটমারদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাদের কাছ থেকে বিচারপ্রার্থী এমনকি কোর্টের কর্মচারীসহ আইনজীবিরাও রেহাই পাচ্ছেন না। তারপরও তাদের দমন করা যাচ্ছে না। জানা যায়, কোর্ট এলাকায় প্রায় ১০/১২ জনের একটি পকেটমার সিন্ডিকেট রয়েছে। গ্রামগঞ্জ থেকে আসা বিচারপ্রার্থীদের কাছ থেকে প্রতিদিন নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল হাতিয়ে নিচ্ছে। তারা প্রতি কোর্টের এজলাসের দরজার সামনে জনসমাগম এলাকায় সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকে। কৌশলে টাকা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়। আবার ধরা পড়লে তাদের সাথে থাকা কয়েকজন লোক তাকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে বিচারপ্রার্থী ও আইনজীবিদের অভিযোগ পুলিশ এ পকেটমার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। কোনো কোনো সময় হাতেনাতে ধরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিলে কেউ বাদি না হওয়ায় পুলিশ তাদের ছেড়ে দেয়। ফলে তাদের দৌরাত্ম দিনদিন বেড়েই চলেছে। অনেকেই মন্তব্য করছেন আদালত হচ্ছে বিচারের স্থান। তবে এখানে এসে যদি সর্বস্ব হারাতে হয় তাহলে যাবার জায়গা কোথায়।

 


     এই বিভাগের আরো খবর