,

Exif_JPEG_420

ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন : কমিউনিস্ট পার্টি

স্টাফ রিপোর্টার : দূর্নীতিবাজ, টাকা পাচারকারী, ঋণখেলাপীদের তালিকা প্রকাশ-টাকা উদ্ধার-যাদের পরামর্শে অনুমোদনে ব্যাংক ঋণ তার শ্বেতপত্র প্রকাশ, গণশুনানী ছাড়া গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে গতকাল সোমবার বিকাল ৩টায় স্থানীয় খোয়াইব্রীজ পয়েন্টে ও সন্ধ্যা ৬টায় আনোয়ারপুর বাইপাস এলাকায় বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। বক্তব্য রাখেন- জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, চৌধুরী মহিবুন্নুর ইমরান, মোঃ আহাদ মিয়া, রনজন কুমার রায়, মোঃ ফরিদ মিয়া, বিষ্ণু সরকার, জন্টু সরকার, মোঃ রফিকুল ইসলাম, অবিনাশ সরকার, মোঃ সাহেদ মিয়া, মোঃ মঞ্জিল মিয়া, কাজল চক্রবর্তী প্রমুখ।
দাবির প্রতি সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন- রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব শ্রমিক নেতা মোঃ আবুল হাসেম, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। সভায় বক্তাগণ বলেন- টাকা পাচারকারী, ঋণ খেলাপী, দূর্নীতিবাজ, লুটেরা শ্রেণী আইনের আওতায় আসে না, জেলা যায় না। অথচ ২৫ হাজার টাকা ঋণের দায়ে কৃষক জেলে যায়। এক দেশে ২ আইন চলতে পারে না। এই সরকার লুটেরা, ধনিক শ্রেণীক পৃষ্ঠপোষক, তাই তাদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণকে সামিল হতে হবে। দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য শ্রমজীবী মেহনতি মানুষদের কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর