,

‘পাঠান’ নিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে থাকবেন শাহরুখ

সময় ডেস্ক : প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। তার অভিনীত পাঠান মুক্তি পাবে ২৫ জানুয়ারি। ছবিটি নিয়ে বেশ আটঘাঁট বেঁধেই নেমেছেন বলিউড বাদশাহ। দর্শকটাও ছবিটি নিয়ে তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। এই ‘পাঠান’ নিয়েই শাহরুখ খান এবার হাজির হচ্ছেন কাতার বিশ্বকাপের মাঠে। তবে এ বিষয়ে শাহরুখ খানের পক্ষ থেকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি। ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’-এর ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ‘পাঠান’ সিনেমার প্রচার করবেন শাহরুখ খান।’
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন, ১৮ ডিসেম্বর লুসাইলের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনার এই ম্যাচে সরাসরি শাহরুখ খান উপস্থিত থাকবেন কিনা সেটা নিশ্চিত না হলেও বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্পোর্টস ১৮ ও স্ট্রিমিং পরিষেবা জিও সিনেমার স্টুডিওতে সরব উপস্থিতি থাকবে কিং খানের। কয়েক দিন আগে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পায়। এ গান মুক্তির পর নেটিজেনদের যেমন প্রশংসা কুড়িয়েছেন, তেমনি ‘অশ্লীলতা’-এর অভিযোগে তৈরি হয়েছে বিতর্ক। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ পরিচালনা করেছেন ‘ওয়ার’খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ।


     এই বিভাগের আরো খবর