,

হোটেল পলাশে মিনি পতিতালয় মালিক পুত্রসহ ৪ জন আটক

সংবাদ প্রকাশের জন্য সাংবাদিককে প্রশাসনের সাধুবাদ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের বিভিন্ন আবাসিক হোটেল ও ফ্ল্যাট বাসায় দেহ ব্যবসা এবং জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সংবাদ প্রকাশ হলে পুলিশ সুপার এসএম মুরাদ আলির নজরে এলে তার নির্দেশে সদর থানার একদল পুলিশ শহরের সিনেমা হল সড়কের কয়েকটি হোটেলে অভিযান চালিয়েছে। এ সময় সকলের পরিচিত হোটেল পলাশ থেকে মালিকের পুত্র, ম্যানেজারসহ ৪ জনকে আটক করা হয়েছে। তখন তাদের কাছ থেকে যৌনকাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল বুধবার দুপুরে থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ এনামুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ শহরের বিভিন্ন হোটেলে অভিযান করে। এ সময় হোটেল পলাশে অভিযানকালে হোটেল মালিক একেএম সামছুদ্দিনের পুত্র আদনান ফারুকী শাওন (৩২), ম্যানেজার মৃত সুধীর বিশ^াসের পুত্র নারায়ণ বিশ^াস (৪৫), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার হোরাবায়াকা গ্রামের মইনুল হাসানের স্ত্রী কলগার্ল ফাতেমা আক্তার লাকী (৩০), সদর উপজেলার সুলতানশী গ্রামের কদ্দুছ আলীর পুত্র নাহিদ মিয়া (২০) কে আটক করা হয়।
এসআই মমিন জানান, গোপন খবরে হোটেলের ১৩ নম্বর রোমে অভিযান চালিয়ে তাদের আটক করেন। স্থানীয়দের বরাতে তিনি আরও জানান সিনেমা হল ও পুরাতন পৌরসভাসহ বিভিন্ন এলাকায় হোটেলের মাঝে মিনি পতিতালয় গড়ে তুলেছে একটি চক্র। তারা বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রবাসীর স্ত্রীদের প্রলোভন দিয়ে হোটেলে এনে অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করায়। বিষয়টি নিয়ে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলে পুলিশের নজরে আসে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এর আগে গত মঙ্গলবার গানিং পার্ক এলাকা থেকে কলগার্ল, খদ্দরসহ ৮ জনকে আটক করে কারাগারে প্রেরণ করে। তবে সংবাদটি প্রকাশের জন্য এ প্রতিনিধিকে প্রশাসনের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়। ডিবির ওসি সফিকুল ইসলাম ও সদর ওসি গোলাম মর্তুজা জানান, অভিযান তাদের নিয়মিত চলবে ও তাদের গডফাদারদের আইনের আওতায় আনা হবে।


     এই বিভাগের আরো খবর