,

সংবাদ প্রকাশের পর শায়েস্তাগঞ্জ বধ্যভূমি সংস্কার : শ্রদ্ধাঞ্জলী অর্পণ

জুয়েল চৌধুরী : শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল গেইটে অবস্থিত বধ্যভূমি অরক্ষিতভাবে পড়ে রয়েছে। সংবাদ প্রকাশ হলে প্রশাসনের পক্ষ থেকে তা সংস্কার করে তারকাটার বেড়া দেয়া হয়েছে এবং গতকাল বুধবার সকাল ১০টায় ওই বধ্যভূমিতেই শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। দৈনিক হবিগঞ্জ সময়সহ বিভিন্ন পত্রিকায় শায়েস্তাগঞ্জের বধ্যভূমি অরক্ষিত হয়ে পড়ে আছে এমন সংবাদ প্রকাশ করলে প্রশাসনের নজরে আসে। এরপর থেকেই জেলা প্রশাসন ইশরাত জাহানের নির্দেশে প্রশাসন ও পৌরসভা বধ্যভূমিটি পরিচ্ছন্ন করে পিলারে রঙ ও তারকাটা বেড়া দেন। শেষে বুদ্ধিজীবি দিবস পালন করেন। ১৯৭১ সালে পাকহানাদার বাহিনী ১১ জনকে নির্মমভাবে হত্যা করে গণকবর দেয়। গতকাল ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী দেন এবং মোনাজাত করেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, স্কুল-কলেজের শিক্ষার্থী, পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা-কর্মচারী। উপস্থিত ছিলেন ইউএনও নাজরাতুন নাঈম, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামালসহ আরও অনেকে।


     এই বিভাগের আরো খবর