,

মানবসেবার মানসিকতা নিয়ে শিক্ষা অর্জনের আহবান :: শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিরতণকালে এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার : জনসেবার মানসিকতা নিয়ে সুশিক্ষা অর্জণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রোববার হবিগঞ্জ পৌর টাউন হলে আদর্শ সমাজকল্যাণ সংগঠনের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অহাবান জানান।
এমপি আবু জাহির বলেন, একেকজন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষিত করে গড়ে তোলতে রাষ্ট্র অনেক ব্যয়ভার বহন করে। তাই প্রতিজন মানুষেরই উচিত লেখাপড়া শেষে মানুষের মত মানুষ হয়ে রাষ্ট্রের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। তাহলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ সময় তিনি বাঙালি জাতির স্বাধীনতা অর্জন ও ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জ্ঞান অর্জনের পরামর্শ দেন। আলোচনা সভায় সংগঠনের আহবায়ক মাওলানা জাকারিয়া আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হোসাইন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন প্রমুখ। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩০ জন ছাত্রছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি আবু জাহির।


     এই বিভাগের আরো খবর