,

ক্রসিং করতে গিয়ে ট্রেনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ৩০-৪০ মিনিট :: ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে শায়েস্তাগঞ্জ জংশনের রেল লাইন

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী জংশন এলাকার বেশ কয়েকটি রেল লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় লাইনচ্যুত হয়ে শায়েস্তাগঞ্জ-সিলেট-ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবে রেল কর্তৃপক্ষ লাইন মেরামতে কাজ শুরু করেছে। এদিকে যাত্রীরা অভিযোগ করেন, রেল লাইনের কাজ কচ্ছপ গতিতে চলছে। যদিও প্রতিটি লাইনে মেরামত ও লাইনে পাথর ফেলার জন্য ১২ থেকে ১৫ জন শ্রমিক নিয়োগ করা হয়েছে। কিন্তু এর পরিবর্তে ৪/৫ জন দিয়ে কাজ করাচ্ছে কর্তৃপক্ষ। ফলে সময় বেশি লাগছে। সিলেট থেকে শায়েস্তাগঞ্জ হয়ে প্রতিদিন ১০টিরও বেশি ট্রেন বিভিন্ন স্থানে যাতায়াত করছে। কিন্তু লাইনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রেন ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়।
গতকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ছেড়ে আসা কালনী ট্রেন ৬.২০ মিনিটে আসার কথা থাকলেও সাড়ে ৭টায় এসে পৌছে। এ ছাড়া ৬.২৫ মিনিটে ঢাকাগামী পারাবত ট্রেন শায়েস্তাগঞ্জ এসে কালনীর জন্য ৩০ মিনিট অপেক্ষার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এরকম অনেক ট্রেনই ক্রসিং করতে ৩০-৪০ মিনিট সময় ব্যয় হচ্ছে। এরকারণ হলো ঝুঁকিপূর্ণ লাইন। গত কয়েকদিন ধরে এভাবেই চলছে ট্রেন। অনেক যাত্রীরা এতে করে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ভোগান্তিতে পড়েন।


     এই বিভাগের আরো খবর