,

হবিগঞ্জে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পরিচালকদের সাথে মেয়র এর মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ পৌরএলাকার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পরিচালকদের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ মতবিনিময়ের লক্ষ্যে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌরসভার সভাকক্ষে মেয়রের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হবিগঞ্জ পৌর এলাকার প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পরিচালকগন উপস্থিত থেকে সার্বিক বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতির বক্তৃতায় পৌর মেয়র আতাউর রহমান সেলিম বলেন,‘আমাদের শহরের প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারগুলো বেশীরভাগই প্রধান সড়ক ও গুরুত্বপূর্ন সড়কগুলোতে অবস্থিত। অধিকাংশ প্রতিষ্ঠানের নিজস্ব পার্কিং ব্যবস্থা না থাকার কারনে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের যানবাহন রাস্তায় পাকিং করে রাখা হয়। ফলে শহরে তীব্র যানজট দেখা দেয়।’ তিনি বলেন,‘প্রতিষ্ঠানগুলো যানবাহনের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করলে সে সমস্যা অনেকটাই কেটে যাবে।’ যানজট হৃাসকরণ ছাড়াও মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা সুষ্টুভাবে সম্পন্ন করার জন্য সভায় বক্তারা গুরুত্বারোপ করেন। মালিক, পরিচালকসহ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ এবং পৌরসভার সার্বিক সমন্বয়ে শহরের একটি সুষ্টু ব্যবস্থাপনা গড়ে তোলতে বক্তারা ঐক্যমত পোষন করেন। মালিক ও পরিচালকদের পক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন শফিকুল বারী আওয়াল, মশিউর রহমান শামীম, শামীম আহমেদসহ অন্যান্যরা। পৌর কউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন গৌতম কুমার রায়, টিপু আহমেদ, সফিকুর রহমান সিতু ও শেখ সুমা জামান।


     এই বিভাগের আরো খবর