,

শহরের পুরাণমুন্সেফীতে দুই শতাধিক অসহায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফী এলাকায় দুই শতাধিক অসহায় দুস্থ লোকজনের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুর্তজা, আল খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সজিব মাহমুদ, যুক্তরাজ্য প্রবাসি দেওয়ান মনিরুল ইসলাম, উত্তরণ সংসদের সভাপতি আহমেদ কবির আজাদ, উপদেষ্ঠা ফয়সল চৌধুরী, রামচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী দিলু, শামীম খান, সাইদুর রহমান রাজু। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক আখলাছ আহমেদ প্রিয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের পুর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শীতকালে হবিগঞ্জে এমন আয়োজনের জন্য আল খায়ের ফাউন্ডেশনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শীতে অসহায় মানুষদের পাশে দাড়ানোর জন্য সমাজের সকল বিত্তবানদের প্রতি আহব্বান জানানো হয়।


     এই বিভাগের আরো খবর