,

পালিয়ে গিয়ে বিয়ে করেও সংসার করা হল না রিমা’র

মাহফুজ নয়ন ॥ ফেসবুকের মাধ্যমে প্রেমের পর পালিয়ে বিয়ে করেও সংসার করা হল না যুবক-যুবতীর। অবশেষে যুবকের ঠিকানা হল শ্রীঘরে। এ ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ সদর উপজেলার উপজেলার মশাজান গ্রামে। জানা যায়, সদর উপজেলার রিচি গ্রামের লাল মিয়ার পুত্র ফোন ব্যবসায়ী বারিক (২০) এর সাথে ফেসবুকে পরিচয় হয় মশাজান গ্রামের মনতাজ মিয়ার কন্যা রিমা সুলতানার (১৮)। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। কিন্তু ফেসবুকের এ প্রেম রিমার পরিবার মেনে না নেয়ায় তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার। গত ১০ আগস্ট রিমা ও বারিক অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে হয়। এদিকে রিমাকে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন¯’ানে খোজাঁখুজি করে নিশ্চিত হয় বারিকের সাথে পালিয়ে গেছে রিমা। কোন উপায় না পেয়ে রিমার পরিবার প্রতারণার আশ্রয় নেয়। রিমার মা আনোয়ারা বেগম তাদেরকে মেনে নেয়ার কথা বলে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। পরে গতকাল মঙ্গলবার দুপুরে বারিককে আটক করে সদর থানায় সোপর্দ করেন। এব্যাপারে সদর থানায় মমতাজ আলী বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। এদিকে ছবি তোলতে গেলে বারিক জানায় ১ বছরের প্রেমে চোখের জলে ভেসে গেল। প্রেমের কারণে কয়েদি হয়েছি দুঃখ নেই। প্রতারণার ফাঁদে পড়ব এমনটা ভাবিনি।


     এই বিভাগের আরো খবর