,

হবিগঞ্জে পেনশন ও গ্রাম শহরের গরীবদের রেশনের দাবীতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি : ১০ হাজার টাকা পেনশন ও গ্রাম শহরের গরীবদের রেশন দেয়ার দাবীতে ক্ষেতমজুর সমিতির বিক্ষোভ কর্মসূচী পালিত। কাজ মজুরী জমি অধিকার ইনসাফ চাই। ৬০ বছর হলেই মজুরদের পেনশন দিতে হবে, গ্রাম শহরের গরীবদের রেশন দিতে হবে, গ্রামীণ কর্মসূচী ও প্রকল্পের বরাদ্দ লুটপাট বন্ধ করতে হবে। এই দাবীকে সামনে রেখে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে হবিগঞ্জ জেলা শাখা গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় মুক্তিযোদ্ধা মোতালিব চত্বরে বিক্ষোভ কর্মসূচী পালন করে। ক্ষেতমজুর নেতা মোঃ ফরিদ মিয়ার সভাপতিত্বে ও রনজন কুমার রায়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ কাসেম আলী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, চৌধুরী মহিবুন্নুর ইমরান, শ্রমিক নেতা মোঃ মনজিল মিয়া। দাবীর প্রতি সংহতি জানান সিপিবি নেতা মোঃ আহাদ মিয়া, বিষ্ণু সরকার, কাজল চক্রবর্তী, মোঃ আব্দুল জলিল, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন নেতা মোঃ বজলুর রহমান, মোঃ আলমগীর মিয়া প্রমুখ।


     এই বিভাগের আরো খবর