,

বিএমএ, স্বাচিপ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএমএ, স্বাচিপ, ফারিয়া তৃতীয় ও চতুর্থ কর্মচারী হবিগঞ্জ সদর হাসপাতালে উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার রাতে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা বিএমএ’র সহ-সভাপতি ও স্বাচিপের সাধারণ সম্পাদক ডাঃ অসিত রঞ্জন দাশ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক, বিএমএ ও স্বাচিপের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। প্রধান আলোচক হিসিবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ জমির আলী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছির উদ্দিন ভূইয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ ইমতিয়াজ আহমেদ। এতে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আবু সুফিয়ান, ডাঃ মখলিছুর রহমান উজ্জল, ডাঃ প্রদ্বীপ কুমার দাশ, বিটিভি’র জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, ফারিয়ার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র নার্স মোশারফ হোসেন, ব্রাদার হাবিবুর রহমান, আব্দুল আওয়াল প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমরা হয়তো আজও পরাধীন থাকতাম। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য খ্যাতে যে উন্নয়ন করেছেন তা অতীতের কোন সময় হয়নি। তিনি এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর