,

চয়ন হত্যাকান্ডের গ্রেফতারকৃত ময়নার আদালতে জবানবন্দি ॥ গুরুত্বপূর্ন তথ্য দৌলতপুর ও চৌকি গ্রামে সংঘর্ষের ঘটনায়

রাকিল হোসেন ॥ নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামে এসে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের লোকজন কর্তৃক হামলায় চয়ন দাশ (৩০) হত্যাকান্ডের ঘটনায় মামলার গ্রেফতারকৃত অজ্ঞাতনামা আসামী ময়না মিয়া (৪০) হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। গত মঙ্গলবার ময়না মিয়াকে গ্রেফতার করে মার্কুলী ফাঁিড় পুলিশ। পরে ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের হাতে সোর্পদ করা হয়। গতকাল বুধবার ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা তাকে হবিগঞ্জের মানণীয় আদালতে হাজির করলে সে আদালতে হত্যাকান্ডের সাথে জড়িত, কয়েক জনের নামসহ গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। এদিকে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত আসামীরা গাঁ ঢাকা দিয়েছে। গ্রেফতার এড়াতে তারা আত্বগোপনে চলে গেছে। পুলিশ গতকালও আসামীদের গ্রেফতারে তাদের আত্বীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে হানা দিয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত আছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে জলমহালকে কেন্দ্র করে নবীগঞ্জ উপজেলার চৌকি গ্রামে এসে বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামের লোকজন কর্তৃক হামলায় চয়ন দাশ গুরুতর আহন হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করার পর অবনতি ঘটলে শুক্রবার দুুপুরে তাকে আইসিইউ’তে লাইফ সার্পোটে রাখা হয়। গত ১৫ই আগষ্ট শনিবার সকাল সোয়া ১১টার দিকে চয়ন দাশের মৃত্যু হয়। এ ঘটনায় গত শুক্রবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮০/৯০ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।


     এই বিভাগের আরো খবর