,

বাহুবল হাসপাতালে অমানবিকভাবে চলছে চিকিৎসা কার্যক্রম

বাহুবল প্রতিনিধি ॥ ৩১ শয্যা বিশিষ্ট বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে বিষ খাওয়া রোগীদের চিকিৎসা দানের জন্য নির্দিষ্ট কোন ইউনিট না থাকায় অমানবিকভাবে চলছে চিকিৎসা সেবা। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন মাথা ব্যাথা নেই। গত মঙ্গলবার রাত ১১টারদিকে এমন এক অমানবিক ঘটনা ঘটে এ হাসপাতালের জরুরী বিভাগের আঙ্গিণায়। এসময় জরুরী বিভাগে দায়িত্ব পালন করছিলেন স্যাকমো বনজ কুমার হালদার ও ওয়ার্ড বয় মনির মিয়া। জানা যায়, নবীগঞ্জ উপজেলার কসবা লালচন্দ গ্রামের আব্দুল কাদিরের পুত্র ফজলু মিয়া (৩০) প্রায় ৩ মাস আগে বিয়ে করেন একই উপজেলার ফুলতলী গ্রামের আব্দুল আহাদের কন্যা জনি আক্তারকে। শ্বশুর বাড়ির লোকজনের সাথে মনোমালিন্যের জের ধরে বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষযন্ত্রণায় আক্রান্ত ফজলু মিয়াকে তার লোকজন বাহুবল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের বনজ কুমার ও মনির মিয়া জরুরী বিভাগের আঙ্গিণায় ফেলে তার বুকের উপর বেঞ্চ চাপা ও দু হাতে পা চাপা দিয়ে স্টমাক ওয়াশ দিতে থাকেন। এ দৃশ্য দেখে উপস্থিত ব্যক্তিবর্গ ঘটনাটিকে চরম অমানবিক বলে আখ্যায়িত করেন। এতে প্রত্যদর্শী সাধারণ মানুষের মাঝেও দেখা দেয়া চরম অসন্তোষ। বিষ খাওয়া রোগীদের এভাবেই নানা অনিয়ম ও চিকিৎসকের পরিবর্তে অদক্ষ লোক দিয়ে স্টমাক ওয়াশ করা হয়ে থাকে। এদিকে এলাকাবাসী বিষ খাওয়া রোগীদের চিকিৎসার স্বার্থে হাসপাতালে আলাদা ইউনিট স্থাপনের জন্য সরকারের নিকট দাবী জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর