,

হাসপাতাল থেকে সৌরবিদ্যুতের ৬টি ব্যাটারি চুরি :: ৪টি উদ্ধার :: নিরাপত্তার অভাবে চুরিসহ অপরাধ বাড়ছে

জুয়েল চৌধুরী : হবিগঞ্জের নবনির্মিত ১০ তলা বিশিষ্ট ২৫০ শয্যা হাসপাতালটি অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। নিরাপত্তার অভাবে সরকারের মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে। পাশাপাশি সন্ধ্যার পরই হাসপাতালের নিচ তলায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপসহ মাদকসেবীদের আনাগোনা দেখা যায়। এতে করে হাসপাতালে আসা রোগী ও স্বজনরা এমনকি নার্সরাও আতংক অবস্তায় আসা যাওয়া করছেন। তবে এসব কর্মকান্ডের সাথে হাসপাতালের একটি সিন্ডিকেট জড়িত রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি হাসপাতালের নিচতলা থেকে বেশ কয়েকজন বখাটে ও মাদকসেবীকে পুলিশ আটক করে কোর্টে প্রেরণ করে। এরপর অপরাধ কিছুদিন থেমে থাকে। ইদানিং অত্যন্ত বেপরোয়া হয়ে উঠেছে চক্রটি। ৫ জানুয়ারি রাতে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড থেকে সৌর বিদ্যুতের ৬টি ব্যাটারি দুর্বৃত্তরা নিয়ে যায়। এরপর হাসপাতাল প্রশাসন নড়েচড়ে বসে। বিভিন্ন স্থানে অনুসন্ধান করতে থাকে। এক পর্যায়ে ইনাতাবাদের একটি গ্যারেজ থেকে ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়। কিন্তু দুইটি ব্যাটারি এখনও পাওয়া যায়নি।
হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার জানান, নিরাপত্তার অভাবেই এরকমটি হয়েছে। এ ছাড়া শষ্যের মাঝে যদি ভূত থাকে তাহলে এ ভূত তাড়াবে কে? অনেক স্টাফরাই তাদের পরিবতে বদলি লোক দিয়ে ডিউটি করাচ্ছে। হয়তোবা এ চুরির সাথে হাসপাতালের কেউ জড়িত থাকতে পারে। এ বিষয়ে তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার বলেন, তাদের লোকবল সংকট আছে। নিরাপত্তার অভাবেই এসব হচ্ছে। পুলিশকে জানানো হয়েছে। ব্যাটারি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর