,

সদর হাসপাতালে চুরি হওয়া ব্যাটারি উদ্ধার :: চোরের পক্ষে হাসপাতাল কর্মচারীর মুচলেকা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে চোরাইকৃত ব্যাটারি অবশেষে ফেরত দিয়েছে দুর্বৃত্তরা। অনেক আলোচনার পর চোরের দল বেকায়দায় পড়ে ব্যাটারিগুলো ফেরত দিয়েছে। তবে এ বিষয়ে হাসপাতালের কর্তৃপক্ষের আর কোনো অভিযোগ নেই। একই সাথে চোরের পক্ষে হাসপাতালের এক কর্মচারি মুচলেকা দিয়েছেন।
জানা যায়, ৪ জানুয়ারি রাতে নিরাপত্তার অভাবে ২৫০ শয্যা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড থেকে সৌর বিদ্যুতের ৬টি ব্যাটারি চুরি হয়। এর পর হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। তবে চুরির সাথে হাসপাতালের কতিপয় কর্মচারি জড়িত রয়েছে বলে স্থানীয় পত্রিকায় জড়িত বলে আরএমও বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ইনাতাবাদ থেকে ৪টি ব্যাটারি উদ্ধার করেন এবং চোর সনাক্ত করেন। এরপর হাসপাতালের এক কর্মচারি চোরের পক্ষে তত্ত্বাবধায়কের কাছে ক্ষমা প্রার্থনা করে। পরে দুইটি ব্যাটারি নেয়নি বলে জানায়। চাপের মুখে পড়ে আরও দুইটি ব্যাটারি ফেরত দেয়া হয়।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার জানান, ব্যাটারি ফেরত দেয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। তবে তারা মুচলেকা দিয়েছে ভবিষ্যতে এমন করবে না।


     এই বিভাগের আরো খবর