,

বাহুবলে আগুন পোহাতে গিয়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার : বাহুবলে শীত থেকে বাঁচতে খঁড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে ওই নারীকে দাফন করা হয়।
জানা গেছে, গত ৮ জানুয়ারি রাত ৯টার দিকে উপজেলার লামাতাশি গ্রামের রিক্সা চালক রহিম উল্লাহর স্ত্রী মোছা: হাছেনা খাতুন (৪০) চলমান শৈত্যপ্রবাহে ও শীতে আগুন পোহাতে গিয়ে পড়নের কাপড়ে আগুন লেগে শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাৎক্ষণিক তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এতে সেখানে চিকিৎসারত অবস্থায় গত মঙ্গলবার রাত ১২টার দিকে ওই মহিলা মারা যান এবং গতকাল বুধবার সকাল ১১টার দিকে দাফন করা হয়। জানা যায়, রহিম উল্লাহর ২ ছেলে ও ১মেয়ে সন্তান রয়েছে। রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ ও নিজস্ব জায়গা না থাকায় অন্যের বাড়িতে থাকেন।


     এই বিভাগের আরো খবর