,

যুক্তরাজ্য এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন :: শিক্ষা অনুরাগী মাহতাব মিয়া সভাপতি ও প্রফেসর আব্দুল হাই সম্পাদক এবং নুরুল কাছ রিপন কোষাধ্যক্ষ নির্বাচিত

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্যের অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্ট নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন যুক্তরাজের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা এবং শিক্ষানুরাগী মাহতাব মিয়া, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসার আব্দুল হাই ও নুরুল কাছ রিপন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এলাকার আর্থ-সামাজিক ও শিক্ষা সেবার মান উন্নয়ন কল্পে নবীগঞ্জকে একটি শিক্ষিত জনপদ গঠণের স্বপ্ন নিয়ে ২০০০ সালে যাত্রা শুরু করেছিলো ব্রিটেনে বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ শিক্ষা ট্রাস্ট হিসেবে স্বীকৃত যুক্তরাজ্য তথা বহির্বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা সংগঠন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে। দীর্ঘ পথ পরিক্রমায় নবীগঞ্জ প্রবাসী মানুষের ঐতিহ্যের স্বারক গৌরবজ্জল এই সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন বার্মিংহামে অনুষ্টিত হয়েছে।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী নবীগঞ্জবাসী ও সংগঠনের বিপুল সংখ্যক ট্রাস্টি এবং বাঙালী কমিউনিটির নানা নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৮ই জানুয়ারী রবিবার বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ইকবাল ব্যাংকুয়েটিং হলে প্রথম পর্বে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিজিএম অনুষ্টিত হয়। নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিদায়ী সভাপতি মোজাহিদ মিয়া মোতাহের এর সভাপতিত্বে বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল শহীদ পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিনাল আহমদ চৌধুরী। এর পর শুরু হওয়া অনুষ্টানে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিগত বছরের আর্থিক রিপোর্ট প্রকাশ করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ মুজিবুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সাবেক চেয়ারম্যান কামরুল হাসান চুনু, ব্যারিস্টার আতাউর রহমান, ফয়জুর রহমান চৌধুরী এমবিই, মাহবুব নুরুল ইসলাম, ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আবু তাহের এমবিই, মাহতাব মিয়া, নাদির আজীজ দরাজ, তমিম চৌধুরী, ফিরুজ খান, আবু সুফিয়ান, হাবিবুর রহমান রানা, মৌলুদ খান, শাহ আলী হায়দার, আবু ইউসুফ চৌধুরী, আলহাজ বদিউজ্জামান বদর উদ্দিন, হাদিস মিয়া, ফখরু উদ্দিন।
সভায় অনন্যাদের মধ্য উপস্থিত ছিলেন মাহমুদ মিয়া, ফিরোজ মিয়া জাহেদুর রহমান লক্কু, আলী হায়দার, সৈয়দুর রহমান সাঈদ, মইনুল ইসলাম, সিরাজুল ইসলাম, আঙ্গুর মিয়া, আবুল কাসেম চৌধুরী, খয়রুল হোসেন, শাহ মোবাশ্বির আালী, জিল্লুর রহমান, বদরুল ইসলাম, আলতাব আহমদ, আবু তাহের, আব্দুল ওয়াদুদ, শামীম আহমদ, কমর উদ্দিন জুলহাস, জাবেদ হোসাইন, আব্দুস শহীদ, শামীম খান, মুফতি মিয়া, শামীম বোরহানী, উকিল মিয়া, মোজাহিদমিয়া, আব্দুল ইকবাল, মর্তুজা মিয়া, জিলা মিয়া, আবুল ফয়েজ, নজির মিয়া, দিলাল আহমদ চৌধুরী, আতিকুর রহমান, আবদাল মিয়া, রাজীব আহমদ চৌধুরী, জুবায়ের হোসাইন প্রমুখ।
দ্বিতীয় পর্বে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার ব্যারিস্টার আতাউর রহমান, কামরুল হাসান চুনু ও এডভোকেট মৌলুদ খান আগামী দুই বছরের জন্য নতুন কমিটির নাম ঘোষনা করেন। এতে সভাপতি হিসেবে মাহতাব মিয়া, সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল হাই ও কোষাধ্যক্ষ হিসেবে নুরুল কাস রিপন সহ ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা কর হয়। এছাড়া গোলাম হোসেন চৌধুরী আনোয়ার মিয়া প্রধান উপদেষ্টা করে উপদেষ্টা কমিটি ও গঠন করা হয়। নবীগঞ্জ উপজেলার শিক্ষার কল্যাণে নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের কাজের ধারা অব্যাহত রেখে সংগঠনের আগামী দিনের কর্মকান্ড আরও বেগবান ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে নবীণ ও প্রবীণের এই মেলবন্ধন সংগঠনের কাঙ্খিত উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখার আশ্বাস প্রদান করেন উপস্থিত নেতৃবন্দ। নবীগঞ্জে স্কুল ও কলেজের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের প্রক্রিয়া ও আইসিটি ইন্সটিটিউট ট্রেনিং সেন্টারকে আধুনিকায়ন করা সহ পুরুষ ও মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি শিক্ষা ব্যবস্থার উদ্যোগ গ্রহন করা হবে। এবং এলাকার সাধারণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ চর্চা বাড়াতে ট্রাস্টের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে সকল প্রবাসী ট্রাস্টিদের সহযোগীতা কামনা করেন ট্রাস্টের নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা। নবীগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সেবা প্রদান ও সকল ট্রাস্টিগণের সার্বিক সহযোগিতা ও আর্থিক অনুদানের ফলে প্রতিষ্টানটি নবীগঞ্জ শহরে ১১ শতক ভূমি ক্রয় করে চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট (নিচ তলা সম্পূর্ণ)নিজস্ব ভবন দাঁড় করাতে পেরে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক। সভায় নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের বিপুল সংখ্যক নতুন ট্রাস্টিদের মধ্যে সম্মাননা ট্রাস্টের পক্ষ থেকে সনদ বিতরণ করা হয়। নর্ব নিবাচিত সভাপতি মাহতাব মিয়া জানান আগামী ২ বছরের কার্যকরী কমটি ভবনের ২য় তলা সম্পূর্ করার চেষ্টাসহ আইসিটি ইন্সটিটিউট ট্রেনিং সেন্টার কোর্সে প্রযুক্তির যোগান নতুন ট্রাস্টি বৃদ্ধিকরাসহ নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট মেগা প্রজেক্ট নিয়ে এলাকার উন্নয়ন অগ্রনী ভূমিকা রাখার চেষ্টা করবে। এছাড়াও নবীগঞ্জ আইসিটি ইন্সটিটিউট ভবনে একটি টেকনিক্যাল কলেজ স্থাপন করার ইচ্ছে প্রকাশ করেন তিনি।


     এই বিভাগের আরো খবর