,

নবীগঞ্জের মান্দারকান্দি থেকে মূমুর্ষ অবস্থায় এক বৃদ্ধ উদ্ধার

আহছানুজ্জামান মান্না ॥ নবীগঞ্জের মান্দার কান্দি গ্রামের শশ্মানঘাট এলাকা থেকে নুরুল আমিন (৫০) নামের এক বৃদ্ধকে হাত পা বাধা ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দার কান্দি গ্রামে নুরুল আমিন গত বুধবার বিকালে বাজার সদাই করার জন্য স্থানীয় রসুলগঞ্জ বাজারে যান। বাজার সদাই শেষে রাত্রে বাড়ী ফেরার পথে তাকে কে বা করা হাত পা ও মুখ বেধে বেদরক মারপিট করে অজ্ঞান অবস্থায় মান্দারকান্দি শশ্মান ঘাট এলাকার ধান ক্ষেতে উলঙ্গ করে ফেলে রাখে। রাত্রে নুরুল আমিন ঘরে না ফিরায় পরিবারের লোকজন অনেক খুজাখুজির পর সকালে হাত পা ও মুখ বাধা অবস্থায় একই গ্রামের নুরুল হকের স্ত্রী উল্লেখিত স্থান মুমূর্ষ অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে তার সুর চিৎকারে এলাকার শত শত মানুষ ও স্থানীয় ইউ.পি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম সহ এলাকার মানুষ ছোটে এসে নুরুল আমিন কে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এলাকাবাসী ও পরিবারের লোকজনের ধারনা পূর্ব বিরোধের কারণে হয়ত কেউ প্রাণে হত্যার জন্য চেষ্টা করেছিল। নুরুল আমিন সুস্থ্য হলে পাওয়া যাবে আসল খবর। এ রিপোর্ট লেখা পর্যন্ত নুরুল আমিনের জ্ঞান ফিরেনি।


     এই বিভাগের আরো খবর