,

শহরে টিউবওয়েল চুরির হিড়িক অভিযোগের তীর ভাঙ্গারীর দিকে

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের পানির টিউবওয়েল চুরির হিড়িক পড়েছে। তবে অভিযোগ রয়েছে, এসব টিউবওয়েল অধিকাংশ ভাঙ্গারী ব্যবসায়ীরা স্বল্পমূল্যে ক্রয় করে বিভিন্ন দোকানে ক্রয় করছেন। আর দোকানদাররা এসব পুরাতন টিউবওয়েল রঙ করে চড়া দামে বিক্রি করছে। দুই বছর আগে আবারও পুরাতন টিউবওয়েল চুরির সংবাদ প্রকাশ হলে পুলিশ ভাঙ্গারী দোকানগুলোতে সাড়াশি অভিযান চালিয়ে বেশ কিছু টিউবওয়েল, পানির মোটরসহ যন্ত্রাংশ উদ্ধার করে। ভাঙ্গারী ব্যবসায়ীরা চোরাই মাল ক্রয় করবে না বলে সদর থানার ওসিকে আশস্থ করলে অভিযান বন্ধ হয়। কিন্তু এখন আবারও তারা এসব চোরাই টিউবওয়েল ও মালামাল ক্রয় করছে। চোরের দল ভোররাতে বাসার ভেতর প্রবেশ করে টিউবওয়েল খুলে নিয়ে যাচ্ছে। এতে করে শহরবাসী চরম ভোগান্তি পড়ছেন। গত দুই দিনে শায়েস্তানগর, কোর্ট স্টেশন, মোহনপুর, বেবিষ্ট্যান্ড, রাজনগর, শ্যামলীসহ বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি টিউবয়েল চুরি হয়েছে। তবে একটি বিশ^স্থ সুত্রে জানা যায়, পুরাতন টিউবওয়েল তারা ভাঙ্গারী দোকানে কেজি হিসেবে ৫শ থেকে ৬শ টাকায় বিক্রি করছে। যার নতুন মূল্য হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার টাকা। এ বিষয়ে শহরবাসী আইন শৃংখলাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর