,

শায়েস্তাগঞ্জ জংশন অপরাধীদের অভয়রাণ্য :: চুরি, ছিনতাই বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী জংশন অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায়ই ছিনতাই ও চুরির ঘটনা ঘটছে। তাদের হাত থেকে ম্যাজিস্ট্রেট, জজ, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ কোনো শ্রেণির মানুষ রেহাই পাচ্ছেন না। আর এসব ছিনতাইকারীদের সহযোগিতা করে আসছে রেলওয়ে পুলিশের কিছু অসাধু কর্মকর্তারা। বিনিময়ে তারা তাদের কাছ থেকে কমিশন নিচ্ছে। প্রতিদিন শায়েস্তাগঞ্জ জংশন থেকে বিভিন্ন পেশার শত শত মানুষ কালনী-পারাবত-জয়ন্ত্রিক-উপবন-উদয়নসহ বিভিন্ন ট্রেন দিয়ে ঢাকাসহ বিভিন্নস্থানে যাচ্ছে। আর গাড়িতে উঠানামা সময়ে ছিনতাইকারীর দল মোবাইল ফোন, স্বর্ণালংকার, মানিব্যাগসহ বিভিন্ন মূল্যবান জিনিস নিয়ে যাচ্ছে। পুলিশ পাশে থাকলেও চিৎকার দেয়ার পর তাদের ধাওয়া করছে না। আর এরকম প্রতি মাসে এক থেকে দেড়শতাধিক মোবাইল চুরি যাচ্ছে।
রেলওয়ে পুলিশের নাকের ডগায় প্রতিদিন মোবাইলসহ মালামাল চুরি হচ্ছে। পুলিশকে জানালে তাদের হুমকিতে কেহই অভিযোগ করেন না। এতে রেল পুলিশের সহযোগিতায়ই অহরহ মোবাইল চুরি হচ্ছে। অথচ পুলিশের কোনো কিছু চুরি হলে ২৪ ঘন্টার ভেতর উদ্ধারও হয় আবারও চোরও ধরা হয়।


     এই বিভাগের আরো খবর