,

খেলায় চ্যাম্পিয়ন দলের উপর হামলা ॥ আহত ১০

বানিয়াচং প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা গ্রীস্মকালীন খেলাধুলা প্রতিযোগিতার প্রথম দিনে কাবাডি খেলায় চেম্পিয়ন দল বানিয়াচং একতা উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের উপর হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছে পরাজিত দল বানিয়াচং সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের খেলোয়াড়রা। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ১৫ গ্রামের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে আজ। স্থানীয় সূত্র জানায়, গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা গ্রীস্মকালীন খেলাধুলা প্রতিযোগিতা ২০১৫ এর প্রথম দিনে স্থানীয় এলআর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বনাম একতা উচ্চ বিদ্যালয়ের মধ্যে কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। খেলার শেষ প্রান্তে এসে একতা উচ্চ বিদ্যালয়ের পয়েন্ট দাড়ায় ২০ ও প্রতিপক্ষের পয়েন্ট দাড়ায় ২। পরাজয় নিশ্চিত জেনে সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুলের খেলোয়াড় নাহিদ, দিপু ১, দিপু ২, মুন্নাসহ একতার খেলোয়াড়দের উপর হামলা চালিয়ে ৭ জনকে আহত করে। গুরুতর আহত বিনয় মিয়া (১৫), মাহমুদ (১৪) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত আরিফ (১৫), সাজন (১৫), সাহাবুর (১৪), হাবিবুর (১৬), সোহেল (১৪) কে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ৬ নং কাগাপাশা ইউনিয়নের বাগহাতা, চমকপুর, হারুনী, ধনপুর, বগি, বাতাকান্দি, লোহাজুড়ি, মকা, মাকালকান্দি, হলিমপুরসহ ১৫ গ্রামের উদ্দ্যোগে আজ দুপুরে স্থানীয় একতা উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আলোর দিশারী ছাত্র কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এ ব্যাপারে একতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চকদার জানান, আমি পরাজয় নিশ্চিত জেনেই টেকনিক্যাল স্কুলের উপস্থিত শিক্ষকদের উস্কানীতে প্রতিপক্ষের খেলোয়াড়রা আমাদের খেলোয়াড়দের উপর হামলা চালায়। আহত শিক্ষার্থী বিনয় জানায়, হামলাকারীরা আমাদের ৭টি মোবাইল ফোন ও কয়েকটি ব্যাগ ছিনিয়ে নেয়।


     এই বিভাগের আরো খবর