,

চুনারুঘাটে শেষ হলো মুড়ারবন্দ ওরস

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এবারো আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চুনারুঘাট উপজেলা মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের ৩ দিন ব্যাপী ৭০২ তম বার্ষিক পবিত্র ওরস।
দরবার শরীফের পবিত্র ওরস কমিটি সাধারণ সম্পাদক সৈয়দ রাজিব আহমেদ লিমন জানান, গত ১৪ জানুয়ারি সকালে ১২০ আউলিয়া দরবার শরীফের পবিত্র ওরস কমিটির উপদেষ্টা এবং দরবার শরীফের মোতাওয়াল্লী শাহসূফী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ চিশতি সফি প্রথমে দরবার শরীফে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে পবিত্র ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। ১৬ জানুয়ারি (সোমবার) সকালে রওজা গোসল শেষে রাতে হাজার হাজার আশেকান ভক্ত বৃন্দ মুসল্লী দরবার শরীফে আখেরি মোনাজাতে অংশ নেন। বিশেষ তাৎপর্যপূর্ণ এ আখেরি মোনাজাতে আত্ম শুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের দুনিয়ার সব বালা-মুসিবত থেকে আশেকানভক্তবৃন্দরা দরবার শরীফে হাত তুলে আল্লাহ দরবারে কান্নায় বুক ভাসান তারা। উক্ত আখেরি মোনাজাতে দোয়া পাঠ করেন মুড়ারবন্দ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী শাহসূফী পীরজাদা আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ চিশতি সফি।


     এই বিভাগের আরো খবর