,

বাহুবলের জয়পুরে ওয়ানটেনের নামে বসে জুয়ার আসর

স্টাফ রিপোর্টার : বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে জুয়ার আসর বসে বলে অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি মাদকসহ অসামাজিক কাজও চলে। স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত জয়পুর গ্রামের আইয়ূব আলী, ফারুক মিয়া, জালু মিয়া, ময়না মিয়াসহ বিভিন্ন লোকের নেতৃত্বে তাদের বাড়িতে ওয়ানটেনের নামে জুয়ার আসর বসে। বিভিন্ন জেলা থেকে প্রাইভেটকার, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে জুয়াড়িরা যোগ দেয়। পাশাপাশি মাদকসেবনসহ নারীদের নিয়ে অসামাজিক কাজও আয়োজন করা হয়। এতে একদিকে যুবসমাজ ধ্বংস হচ্ছে অন্যদিকে মিরপুর-মৌলভীবাজার সড়কে চুরি, ছিনতাই বৃদ্ধি পাচ্ছে।
একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় জুয়ার আসর বসে। লাখ লাখ টাকার খেলা হয় প্রতিদিনকার আসরে। হবিগঞ্জ থেকে আলকাছ মিয়া নামে এক জুয়াড়িও ওই নেতার সাথে গিয়ে বোর্ডের পার্টনার হয়। এ ছাড়া ওই নেতা বোর্ডের মালিক হওয়ায় বোর্ডের সিংহভাগ টাকা নিয়ে যান।
এ বিষয়ে বাহুবল থানার ওসি জানান, খবর পাওয়ার সাথে সাথে আমরা অভিযান করি। যদি এরকম হয়ে থাকে তবে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর