,

বিশ্ব সৎসঙ্গের বর্তমান আচার্যদেব দর্শনে আসামের করিমগঞ্জে দুই বাংলার লক্ষাধিক মানুষের ভীড়

উত্তম কুমার পাল হিমেল, করিমগঞ্জ থেকে ফিরে : বিশ্ব সৎসঙ্গের বর্তমান আচার্য্যদেব পরম পুজনীয় শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্ত্তী বাবাই দাদাকে দর্শনের জন্য করিমগঞ্জ শহেরে মন্দির উদ্বোধন ও দীক্ষা প্রদান অনুষ্ঠান ২১ জানুয়ারী শনিবার দীক্ষানুষ্টানসহ প্রনাম গ্রহন এবং গতকাল রবিবার সকালে নতুন মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের সীমান্ত এলাকা জকিগঞ্জ নদীর ওপারে করিমগঞ্জ জাহাজঘাট ও সৎসঙ্গ বিহার এলাকায় দুই বাংলার লক্ষাধিক মানুষের মিলনমেলায় পরিনত হয়। অনাবিল সাজসজ্জা আর মানুষের পদচারণায় মুখতির হয়ে উঠে করিমগঞ্জ শহরসহ আশপাশ এলাকা। আচার্য্যকে একনজর দর্শন ও প্রনাম করার জন্য বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এলাকা থেকে করিমগঞ্জ সৎসঙ্গ বিহারে জড়ো হন অনুসারী লক্ষাধিক ভক্তবৃন্দ। নব-নির্মিত নতুন মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে সৎসঙ্গের আদর্শে উজ্জীবিত হয়ে প্রায় ৫ সহস্রাধিক মানুষ সৎনামের সাথে যুক্ত হন সৎসঙ্গের আঙ্গিনায়। অনুষ্ঠানে সিলেট সৎসঙ্গ বিহারের অধ্যক্ষ রামকৃষ্ণ ভট্টাচার্য্য এসপিআর, সুদীপ দাশ এসপিআর, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, অধ্যাপক বিপ্লব রায় জন, পিযুশ দাসহ বৃহত্তর সিলেটের অসংখ্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশ্ব সুত্রে জানা গেছে, আগামী ২৪ জানুয়ারী মঙ্গলবার বার আসামের শিলচর সৎসঙ্গ বিহারে দীক্ষানুষ্টান ও প্রনাম গ্রহন অনুষ্ঠানকে কেন্দ্র করে ঐ মন্দিরে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর