,

হবিগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসাধু কর্মচারীদের বিরুদ্ধে মাদক দিয়ে নিরীহ লোকদের ফাঁসানোর অভিযোগ উঠেছে। তবে এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। গত রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উমেদনগরে অভিযান চালিয়ে তাদের তথ্য অনুযায়ী পুকুরপাড়ের একটি ঘর থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু কাউকে না পেয়ে আবু হানিফের স্ত্রী রিপা আক্তার (২৪) ও দেড় বছরের সন্তানকে তারা আটক করে নিয়ে আসে এবং তারা জানায়, এই মহিলা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। রিফা আক্তার আক্ষেপ করে জানান, এর আগেও তারা সোর্সের কথায় তার স্বামীকে ধরে নিয়ে মাদক দিয়ে ফাঁসিয়েছে। বর্তমানে সে কারাগারে রয়েছে। আর এখন আমাকে ও আমার সন্তানকে নিয়ে যায়। অথচ ওই সোর্স ইয়াবা আমার ঘরে রেখে আমাকে ফাঁসিয়েছে। এ ঘটনায় মাদকের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বাদি হয়ে মাদক আইনে মামলা করেছেন। গতকাল রিফা তার সন্তানকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এ ঘটনা নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। এ বিষয়ে মাদকের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। আমাদের মাদক মামলায় তার স্বামী আবু হানিফ ১ বছরের সাজা হয়েছে। বর্তমানে সে কারাগারে রয়েছে। রিফাকে ফাঁসানো হয়নি। সে আসলেই মাদক ব্যবসায়ী।


     এই বিভাগের আরো খবর