,

বিএমএ ও স্বাচিপ’র সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে হবিগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসকদের দাবি

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বিএমএ ও স্বাচিপ এর সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী পূর্ণরায় কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। স্বাচিপ জেলা সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক ডাঃ মুখলিছুর রহমান উজ্জ্বল এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূরুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাঃ দেবপদ রায়, ডাঃ মিন্ঠুন রায় প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন-জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের সর্বোচ্চ উন্নয়ন করেছেন। তিনি চিকিৎসকদের সকল ধরণের সুযোগ-সুবিধা দিয়েছেন। চিকিৎসকদের সঠিক ভাবে রোগীদের সেবা করতে হবে। তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য মনোনীত করায় আমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যারা আমাকে সংবর্ধনা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডাঃ মুশফিক হুসেন চৌধুরী জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের একজন পরিক্ষিত কর্মী। তাকে আগামী সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১, আসনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য চিকিৎসক সমাজের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানানো হয়। চিকিৎসক সমাজ ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে এমপি হিসেবে দেখতে চান।


     এই বিভাগের আরো খবর