,

কৃষক শুকুর হত্যা মামলার দুই আসামির স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে চাঞ্চল্যকর কৃষক শুকুর মিয়া হত্যা মামলার আরও দুই আসামিকে আটক করেছে পুলিশ। পরে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। তারা হল, ওই গ্রামের ইছব উল্লার পুত্র বাবুল মিয়া (৩০), ম”ত ছমন আলীর পুত্র তালাব আলী (৫৫)।
গত মঙ্গলবার ভোরে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএম, বিপিএমসহ একদল পুলিশ কুমিল্লা দাউদকান্দি ও নারায়ণগঞ্জ ফতুল্লায় সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করেন। মঙ্গলবার বিকালে তাদেরকে হবিগঞ্জে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-১ আদালতে নেয়া হলে তারা দুইজন হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তি দেয়। পরে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এসআই মমিনুল ইসলাম জানান, গত ১৭ আগষ্ট তু”ছ ঘটনা নিয়ে সফর আলীর নেতৃত্বে ১১/১২ জন লোক কৃষক শুকুর মিয়াকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তার কন্যা সীমা আক্তার বাদী হয়ে ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ইতোমধ্যে আরও ৫/৬ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকীদের ধরতেও অভিযান অব্যাহত আছে।


     এই বিভাগের আরো খবর