,

চোখের চুলকানি হলে যা করবেন

সময় ডেস্ক ॥ চোখের সমস্যার মধ্যে চুলকানি একটি। এ নিয়ে অবশ্য কারও তেমন মাথাব্যথা থাকে না। সারাদিন ধূলাবালিতে থাকায় চুলকানি হতে পারে ভেবে অনেকে এড়িয়ে যান বিষয়টি। চোখের বেশ কয়েকটি অসুখের কারণেও চুলকানি হতে পারে। আপনাকে জানতে হবে এই চুলকানি থেকে রেহাই পাবেন কিভাবে। চলুন জেনে নেই:
ঠান্ডা পানি বা বরফ ব্যবহার করুন
চোখে চুলকানি শুরু হলে হাত দিয়ে কচলানো শুরু করবেন না। বরং পরিষ্কার কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে নিতে হবে। সেটা চোখে চেপে ধরুন। এ কাজ করলেই সমস্যা কমবে।
চোখ ধুয়ে ফেলুন
ধুলো-বালি ঢুকলেও চুলকায়।জোরে পানির ঝাপটা দিলে এই সমস্যা থেকে স্বস্তি পাওয়া যায়।
হালকা গরম ভাপ
অনেক সময় চোখে চুলকানি কমাতে গরম ভাপ অনেক কার্যকর। যদি ধুলো-বালি না ঢুকেই একটানা চুলকায় তখন ভাপ দিতে পারেন। একটা ওয়াটার ব্যাগে গরম পানি ভরে আপনি চাইলে ভাপ দিতে পারেন। তবে পানি বেশি গরম করা যাবেনা।
আই ড্রপ
প্রেসক্রিপশন ছাড়াই দোকানে কিছু আই ড্রপ পাওয়া যায়। এক্ষেত্রে বাজারে টিয়ারফ্রেশ নামক একটি ড্রপ আছে। সেটি ব্যবহার করতে পারেন।


     এই বিভাগের আরো খবর