,

হবিগঞ্জে সিন্ডিকেটের মাধ্যমে এলপি গ্যাসের দাম বাড়ানো দায়ে ॥ জরিমানা

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জে সিন্ডিকেটের মাধ্যমে এলপি গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে একটি চক্র। এ নিয়ে সংবাদ হলে ভোক্তা অধিকারের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় জহুর আলী মার্কেট ও ড্রাইভার বাজার এলাকায় সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে চিনি বিক্রির অভিযোগে মেসার্স রসময় চন্দ্র দাসকে ৩ হাজার টাকা ও সৈয়দ আলী স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিপ্লব স্টোর ও মতিন এন্টার প্রাইজকে গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, কিছুদিন ধরে একটি চক্র সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে গ্যাস সিলিন্ডারের দাম অতিরিক্ত রাখছে। এমন অবস্থা শুধু শায়েস্তাগঞ্জই নয়, হবিগঞ্জ শহরসহ পুরো জেলা জুড়েই। এ বিষয়ে ভোক্তা অধিকারসহ বাজার মনিটরিং কমিটিকে আরও নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে অভিযানকালে ভোক্তা অধিকারকে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ।


     এই বিভাগের আরো খবর