,

নবীগঞ্জের নাদামপুরে উপ-নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোটার ॥ নবীগঞ্জের নাদামপুরে ইউপি সদস্য পদে উপ-নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকীদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, গতকাল উপজেলার বাউসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে বাউসা গ্রামের আল-হেলাল আহমেদ ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর ৩য় স্থান অধিকারী প্রতিদ্বন্ধি প্রার্থী নাদামপুর গ্রামের আব্দুল বারি ৩১২ ভোট পেয়ে পরাজিত হন। এ ঘটনায় আব্দুল বারি ও তার সমর্থকরা আল-হেলাল এর সমর্থিতাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় বাড়ীঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। উক্ত সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, নাদামপুর গ্রামের তৌফিক উল্লা (৩৬), আব্দুর রহিম (৪০), জাহাঙ্গির (১৮), আব্দুল কাইয়ুম (৩০), মোঃ ফয়েজ (২০)। আহত তৌফিক উল্লা এ প্রতিনিধিকে জানান, আমরা আমাদের যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ায় জামায়ত নেতা আব্দুল বারি ও তার লোকজন আমাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং গুরুত্বর আহত করেছে।


     এই বিভাগের আরো খবর