,

নবীগঞ্জে মেয়র কাপ টুর্নামেন্টে অনিয়মের অভিযোগ এনে ফাইনাল খেলা বন্ধ রাখতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বন্ধ রাখতে হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বরাবর লিখিত অভিযোগ দিয়েছে আনমনু শাপলা স্পোটিং ক্লাবের অধিনায়ক জুবেল আহমেদ। গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের নিকট অভিযোগটি দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। নবীগঞ্জে চলমান মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টে নানা ইস্যুতে বিতর্কিত। অপরদিকে আনমনু শাপলা স্পোটিং ক্লাবের অভিযোগ তাদের সেমিফাইনাল খেলায় পুর্বপরিকল্পিতভাবে আয়োজককারীরা শাপলার হাতে সেমিফাইনাল খেলার জন্য ১৯ ওভার ২ বল ৯ উইকেট থাকা সত্বে ও খেলার আগেই বিদায় বলে মাইকে ঘোষণা দেন। এছাড়াও আম্পায়ারদের বিরুদ্ধে ও ঘুষ বানিজ্যের অভিযোগ তোলা হয়েছে। অভিযোগে আরো বলা হয় গত ৪ ফেব্রুয়ারী সেমিফাইনাল খেলা চলাকালীন সময়ে এক আম্পায়ার ৫টি ভূল সিদ্ধান্ত দেন শাপলার স্পোটিং ক্লাবের বিপক্ষে। এনিয়ে উভয়পক্ষের খেলোয়ারদের মধ্যে নবীগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। আজ সকালে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার বলেন, মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর