,

নবীগঞ্জে শান্তিপূর্ণ ভাবে ৩টি ওয়ার্ডের উপ-নির্বাচন সম্পন্ন সেজলু, জিতু, হেলাল ইউপি সদস্য নির্বাচিত

উত্তম কুমার পাল হিমেল/এমদাদুল হক : নবীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের ৩টি ওয়ার্ডের উপ-নির্বাচন গতকাল মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৫নং আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্রিতা করে এদের মধ্যে সেজলু মিয়া (টর্চ লাইট) প্রতিকে ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী মহসিন মিয়া (মরিছ) প্রতিকে ৩৯৯ ভোট পেয়েছেন। ৭নং করগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে জিতু মিয়া (টর্চ লাইট) প্রতিকে ৪৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী আব্দুল মুহিত (মরিছ) প্রতিকে ৪৩৮ ভোট পেয়েছেন, অপর প্রার্থী আব্দুল আজিদ (ভ্যান গাড়ী) ৪৩৪ ভোট পেয়েছেন। ৯নং বাউসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে আল-হেলাল (ভ্যান গাড়ী) ৬৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী মো: বাছিতুর রহমান চৌধুরী (মরিচ) প্রতিকে ৪২৩ ভোট পেয়েছেন। প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন, আউশকান্দির ওয়ার্ডে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, করগাঁও ওয়ার্ডে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদুজ্জান, বাউসা ওয়ার্ডে পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন। প্রতিটি ভোটা কেন্দ্র ১ জন করে ম্যাজিষ্ট্রেট দায়িত্বে ছিলেন। তাছাড়া প্রতিটি কেন্দ্রে ১ জন এস আই, ১ জন এএসআই, ১০জন পুলিশ সদস্য (পুরুষ) ও ২ জন মহিলা পুলিশ সদস্য, ১০ জন আনসার ভিডিপি মোতায়েন ছিল। এই উপ-নির্বাচনে ৩টি ওয়ার্ডে মোট ৬ হাজার ৮শ ১ জন ভোটারদের মধ্যে ৪ হাজার ৪শ ৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার হাজী বদরুল ইসলাম বকুল, করগাও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার নিমার উদ্দিন ও বাউসা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার হাজী রহমত আলী মৃত্যুজনিত কারনে ওয়ার্ড শূণ্য ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু সাঈম তফসিল ঘোষনা করেন গত ১ লা আগষ্ট। ব্যাপক প্রচার প্রচারনার পর অবশেষে গতকাল (২৫ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন।


     এই বিভাগের আরো খবর