,

হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে মাংসের অতিরিক্ত দাম আদায়

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের বিভিন্ন বাজারে গরু ও ছাগলের মাংসের অতিরিক্ত দাম রাখা হচ্ছে। এ নিয়ে ক্রেতাদের সাথে বিক্রেতাদের বাকবিতন্ডা হচ্ছে। ক্রেতারা জানিয়েছেন বাজারে মনিটরিং না থাকায় বিক্রেতারা ইচ্ছামাফিক দাম আদায় করছেন।
পৌরসভার তালিকা অনুযায়ী প্রতিকেজি গরুর মাংস ৬৫০ টাকা, ছাগল ও ভেড়ার মাংস ৭৫০ টাকা, খাসি ৮০০ থেকে ৮৫০ টাকা। কিন্তু এ তালিকা না মেনে মাংস বিক্রেতারা প্রতিকেজি গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ছাগল-ভেড়া ৮০০ ও খাসি ১ হাজার টাকা করে বিক্রি করা হচ্ছে। তাও আবার ১ কেজি মাংসের সাথে দেয়া হচ্ছে হাড় ও চর্বি দেয়া হচ্ছে দেড়শ থেকে আড়াইশ গ্রাম। বিক্রেতারা জানান, সবজিনিসের দামই বেড়েছে। তাছাড়া গরু ৭শ টাকা কেজি বিক্রি করলেও তাদের লোকসান হয়। তাই বাধ্য হয়ে হাড়, চর্বি দি”েছন।
গতকাল বুধবার সরেজমিনে চৌধুরী বাজার, শায়েস্তানগর চাষিবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ দৃশ্য দেখা যায়। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।


     এই বিভাগের আরো খবর