,

মুক্তিযোদ্ধা সন্তানকে পুড়িয়ে হত্যার চেষ্টা কারীকে গ্রেফতারের দাবী ॥ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার করগাওঁ ইউপির জন্তরী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত গৌরাঙ্গ সরকারের সন্তান গোপাল সরকারকে একই গ্রামের ভূমি দস্যু রাজাকার নজাফত কর্তৃক হত্যার চেষ্টায় শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ এই সংবাদ বিগত ২/৩ দিন যাবত স্থানীয় ও জাতীয় পর্যায়ের অসংখ্য পত্রিকায় প্রকাশিত হওয়ায় বিবাদী রাজাকার নজাফত মিয়া কতিপয় সাংবাদিক দিয়ে মুক্তিযোদ্ধার সন্তানের বিরুদ্ধে অরুচিকর ও অসম্মান জনক সংবাদ ছাপিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের ভাবমুর্তি ক্ষুন্ন করে। উল্লেখ্য, ২৪, ২৫ ও ২৬ আগষ্ট তারিখে জাতীয় ও স্থানীয় অসংখ্য দৈনিকে শ্মশান ঘাটের জায়গা নিয়ে বিরুদ রয়েছে বলে উল্লেখ হয়। কিন্তু নজাফত কর্তৃক গতকাল ২৭ আগষ্ট দৈনিক লোকালয় বার্তা একটি সংবাদে বলা হয়েছে এক খন্ড ভূমি এবং ভিকটিম মুক্তিযোদ্ধার সন্তান গোপাল সরকারকে দূষী সাব্যস্থ করা হয়। এরই প্রেক্ষিতে ৭নং করগাওঁ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড একটি টিম ভিকটিমের বাড়ী ও এলাকা পরিদর্শন করেন। তাৎক্ষনিক ভাবে উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব রতœদীপ দাশ রাজুর পরিচালনায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অবিলম্বে দুষকৃতিকারী, ভূমি দস্যু, রাজাকার, সন্ত্রাসী নজাফত মিয়া গংদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়। অন্যতায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে। বিবৃতিকারীরা হলেন, উপজেলা সন্তান কমান্ডের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক গৌতম কুমার দাশ, শামছুল ইসলাম শাহিন, সদস্য সচিব রতœদীপ দাস রাজু, সদস্যবৃন্দরা হলেন, মৃনাল কান্তি দাশ, নিজামুল ইসলাম চৌধুরী, রুপায়ন দাশ, সৈয়দ মাহবুব আলী, সুবিনয় দাশ, মায়নাস মিয়া, মিহির কুমার দাশ, দ্বীপক দাশ, মুর্শেদ আলী সবুজ, অরবিন্দু দাশ, সংগ্রাম আলী, স্বপন আহমদ, আজগর আলী, সেলিম আহমেদ, বিপুল দাশ, দেবাশিষ দাশ, ফুল মিয়া।


     এই বিভাগের আরো খবর