,

ছাত্র/ছাত্রীদের মধ্যে ছাতা ও খাতা বিতরণআউশকান্দিতে বর্ণমালা সাহিত্য পরিষদের উদ্যোগে গরীব মেধাবী

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার মানউন্নয়নে ও প্রতিভা বিকাশে ২৭ শে আগষ্ট “র্বণমালা সাহিত্য পরষিদ” নবীগঞ্জ উপজলোর প্রাইমারী স্কুল, হাইস্কুল ও মাদ্রাসার গরীব-মেধাবী ২০০ ছাত্র/ছাত্রীদের মধ্যে ১০০ ছাতা ও ২০০ খাতা বিতরণ করা হয়। আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে শেখ কায়সারের পরিচালনায় ও এস এম সাজ্জাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে, আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া এমপি ভূয়সী প্রশংসা করে বলনে “র্বণমালা সাহিত্য পরিষদ একটি সামাজিক ও সেবামূলক সংগঠন” সামাজিক ও দানশীল ব্যক্তিরা এগিয়ে আসলে সমাজ ব্যবস্থার উন্নতি ও অগ্রগতি অনিবার্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সম্মিলতি সাংস্কৃিতক জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, বশির আহমদ জুয়েল, প্রথম আলোর সিনিয়র আলোকচিত্রশিল্পী মাসুক হেলাল উক্ত অনুষ্ঠানে ছাত্র/ছাত্রীদের মধ্যে এক ছাত্রের ছবি এঁকে প্রর্দশন করেন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, প্রফেসর মোঃ আব্দুল হাই। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আউশকান্দি র,প,উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান। অতিথি হিসাবে বক্তব্য রাখেন, প্রভাষক ইকবাল বাহার তালুকদার, শাহিনা আক্তার, মাওঃ আব্দুল হালিম, আব্দুল হামিদ নিকসন, বিশিষ্ঠ সাংবাদিক এম এ আহমদ আজাদ, লন্ডন প্রবাসী আমিনুর রহমান জুন্নুন, কবি ও সাহিত্যিক গৌছুজ্জামান চৌধুরী, সাংবাদিক এম মুজিবুর রহমান, কয়েছ আহমদ মাহিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এবং সামাজিক সংগঠনের ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন। পরিশেষে পুরস্কার বিতরণ ও অতিথি সম্মাননা, সাংবাদিক সম্মাননা, প্রবাসী সম্মাননা, শিক্ষায় সম্মাননা ও সামাজিক সংগঠন আনন্দ নিকেতন, বিবিয়ানা সাহিত্য পরিষদ, জাগো ফাউন্ডেশন ও দিশারীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। উল্লেখ্য, যুক্তরাজ্যস্থ নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট্রের সভাপতি চৌধুরী অনর উদ্দিন জাহিদের অর্থায়নে ও বর্ণমালা সাহিত্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়।


     এই বিভাগের আরো খবর