,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৭ আগষ্ট দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় নবীগঞ্জের মেঘনা লাইফ ইন্সুরেন্স কোন টাকা আত্মসাত হয়নি। এরিয়া ম্যানেজার ও তার স্ত্রীর দাবী মামলা সাজানো ও কাল্পনিক। ওই প্রতিবাদ বিজ্ঞাপনটি আমার দৃষ্টি গোচর হয়েছে। এতে যা বক্তব্য প্রদান করা হয়েছে মিথ্যা বানোয়াট মানহানিকর ও হাস্যকর বটে। যা শাক দিয়ে মাছ ডাকার অপচেষ্টা ব্যতিত আর কিছু নয়। প্রকৃত ঘটনা সর্ম্পকিত ও তথ্য বহুল সংবাদ দৈনিক হবিগঞ্জ সময়, দৈনিক লোকালয় বার্তা, দৈনিক জননী, দৈনিক বিবিয়ানাসহ বিভিন্ন স্থানীয় পত্রিকায় প্রকাশের ফলে নিজের অপকর্মডাকতে দৌড়ঝাপ শুরু করেছেন ব্রাঞ্চ ম্যানেজার আবুল কালাম ও তার স্ত্রী উক্ত কোম্পানীর নবীগঞ্জের ভিসি বেদানা বেগম। মূল ঘটনা হচ্ছে, ২০১২ সালের ২৬শে এপ্রিল আবুল কালাম ও তার স্ত্রী বেদানা বেগম আমার নিকট থেকে কর্জ হিসাবে নানা অসুবিধার কথা বলে নগদ ১ লক্ষ ১০ হাজার ৯ শত টাকা ও ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার একাউন্ট নং ২০৫০৩২৭০১০০০৭৩৬১৫ এর মাধ্যমে ৩৯ হাজার ১ শত টাকা সহ মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা নেন। এর পর থেকে নানা টাল বাহানা করে টাকাগুলি ফেরৎ দেয়নি। এছাড়া গত ২৪/০৬/১৫ইং তারিখে উক্ত অফিসের তালা খুলিয়ে প্রবেশ করে আমার কাঠের আলমারীর তালা ভেঙ্গে ও টেবিলের ২টি ড্রয়ার ভাঙ্গিয়া ৬০টি পাস বই ও অফিসিয়াল জরুরী কাগজপত্র চুরি করিয়া নিয়ে যায়। এ ঘটনায় আমি বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত (৫) হবিগঞ্জে আবুল কালাম ও তার স্ত্রী বেদানা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করি। যা বিজ্ঞ আদালতে মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। ওই কালাম ও তার স্ত্রী বিরুদ্ধে ইতি পূর্বে আরও অনেক অভিযোগ ও মামলার প্রেক্ষিতে গত ০৩/০৫/১৫ইং তারিখে দৈনিক যুগান্তর পত্রিকাসহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় ফলাও করে সংবাদ প্রকাশ হয়। মামলার বাদী হলেন, নবীগঞ্জ সদরের এম.এ মান্নান নামের মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর একজন গ্রাহক। তিনি তার অভিযোগে আবুল কালাম ও তার স্ত্রী বেদানার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেন। বর্তমানে ওই মামলাটিও নবীগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসারের কার্যালয়ে তদন্তাধীন রয়েছে। তাই বহুল আলোচিত ও সমালোচিত আবুল কালামের মনগড়া বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ঠ সকলের প্রতি অনুরোধ জানিয়ে আবারো উক্ত প্রতিবাদ বিজ্ঞাপনের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
মোঃ শামীমুর রহমান (শামীম)
ইউনিট ম্যানেজার
মেঘনা লাইফ ইন্সুরেন্স কোং লি:
নবীগঞ্জ, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর