,

বলিউডের একটি সিনেমার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থার অভিযোগ

সময় ডেস্ক : স্বাস্থ্য সেবা প্রদানকারী আন্তর্জাতিক একটি দাতব্য সংস্থা মেদসা স’ ফ্রঁতিয়ের বা এমএসএফ বলিউডের একটি চলচ্চিত্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে। সংস্থাটি বলছে, এই সিনেমার কারণে যুদ্ধ-কবলিত দেশগুলোতে তাদের কর্মকর্তারা বিপদের মুখে পড়তে পারেন। এনজিওটি বলছে, ফ্যান্টম নামের ওই ছবিতে একজন সাহায্য-কর্মীকে অস্ত্রসহ এমনভাবে তুলে ধরা হয়েছে যাতে মনে হতে পারে ওই কর্মী তাদের সংস্থায় কাজ করছেন। কিন্তু সংস্থাটি বলছে, তাদের নীতিতে কড়াকড়িভাবে অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বলা হয়েছে। এমএসএফের কর্মকর্তারা মনে করছেন, ছবিটির এ ধরনের কাহিনির কারণে তাদের নিরপেক্ষতার সুনাম নষ্ট হয়ে যেতে পারে। এই অভিযোগের জবাবে সিনেমাটির প্রযোজকদের কাছ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ছবিটিতে সাইফ আলী খান একজন সৈন্যের ভূমিকায় অভিনয় করেছেন যিনি ২০০৮ সালে মুম্বাই শহরে সন্দেহভাজন হামলাকারী পাকিস্তানি জঙ্গিদের পাকড়াও করার চেষ্টা করছেন। ছবিতে দেখা যায়, এই অভিযানে তিনি ‘মেডিসিন ইন্টারন্যাশনাল’ নামের একজন সাহায্য কর্মীর সহযোগিতা নিয়েছেন যে চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। ছবিটিতে অবশ্য মেদসা স’ ফ্রঁতিয়েরের নাম উল্লেখ করা হয়নি। এমএসএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ছবির বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ছবিটির একটি চরিত্র একটি বন্দুক ধরে আছে, এমএসএফের কর্মকর্তারা যা কখনোই করবে না। পাকিস্তানের একটি জঙ্গি গ্র“পের প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের অভিযোগের পর সেদেশের একটি আদালত এই ছবিটি নিষিদ্ধ করেছে। ভারতের অভিযোগ ওই গ্র“পটি মুম্বাই হামলার পরিকল্পনাকারী। বিবিসি বাংলা


     এই বিভাগের আরো খবর