,

পাখিগুলোকে তাড়াতে এক শ্রেণীর পাখিখেকোরা তৎপর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গনে থাকা কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছে অতিথি পাখির আগমন ঘটেছে। পাখিদের দেখতে প্রতিদিন শহরের বিনোদন প্রেমী মানুষেরা এখানে এসে ভিড় করছেন। পাখিগুলোকে তাড়াতে এক শ্রেণীর পাখিখেকোরা তৎপর হয়ে উঠেছে। বিনোদনপ্রেমীরা অভিযোগ করেছেন, অবস্থা এমন হয়ে উঠেছে, যেন পাখিখোকোরা পাখিদের তাড়ানো কিংবা নিধন করতে পারলেই তারা স্বার্থক হয়। সন্ধ্যা হলেই বিভিন্নস্থান থেকে শালিক, বকসহ দেশীয় পাখির আগমন ঘটে এবং ভোরপর্যন্ত সেখানে কিচির মিচির করতে থাকে। যা জেলা পরিষদ, সদর থানা, সদর হাসপাতালের সামনে থাকা উপস্থিত মানুষদের মনোরঞ্জনে বিরাট ভূমিকা রাখে। সরজমিনে ওই এলাকায় গিয়ে দেখা গেছে, একশ্রেণীর মানুষ ওই সব পাখিদের তাড়াতে কিংবা মারতে ব্যতিব্যস্থ হয়ে উঠেছে। তারা পাখি মারার বিভিন্ন দেশীয় অস্ত্র দ্বারা পাখিগুলো শিকারে ব্যস্ত রয়েছে। শুধু তাই নয়, এয়ারগানের গুলিতে অনেক পাখি মারা গেলেও অনেক পাখি ভয়ে ওই গাছগুলো ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। আবার কোন কোন পাখি শিকারীরা আহত পাখিগুলোকে ধরে বিক্রি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সরকারি ৩টি প্রতিষ্ঠানের চোখের সামনে পাখিদের এমন অভয়াশ্রম গড়ে উঠলেও তা রক্ষা করার কোন উদ্দ্যোগ না নেয়ায় পাখিপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাখিপ্রেমীদের দাবী শিকারীদের হাত থেকে পাখিগুলোকে রক্ষা করতে পারলে এখানে গড়ে উঠতে পারে বিভিন্ন প্রজাতির পাখিদের নিরাপদ আশ্রয়স্থল।


     এই বিভাগের আরো খবর