,

নবীগঞ্জে যৌতুকের জন্য ঘুমন্ত গৃহবধুকে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় গ্রেপ্তার স্বামী

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জের পল্লীতে যৌতুকের জন্য ঘুমন্ত অবস্থায় গৃহবধু রোমানাকে তার বাবার বাড়িতে পাষন্ড স্বামী কর্তৃক গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ থানা পুলিশ চিরুনী অভিযান চালিয়ে নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শেরপুর পয়েন্ট থেকে ওসমানী নগর থানার সম্মানপুর গ্রামের ছালিক মিয়ার পুত্র নানু মিয়াকে গ্রেপ্তার করে। মামলার অন্যান্য আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিট ফরিদ পুর গ্রামে আব্দুর রহিমের কন্যা রোমানা বেগম (২৩) যৌতুকের নির্যাতনের শিকার হয়ে কিছুদিন পূর্বে তার বাবার বাড়ি এসে আশ্রয় নেয়। গত বুধবার রাতে তার পাষন্ড স্বামী নানু মিয়া (৩৫) ঘুমন্ত অবস্থায় গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এ সময় রোমানার চিৎকারের পরিবারের লোকজন জেগে উঠে দেখেন মুহুর্তের মধ্যেই পেট্রোল ঢেলে লাগানো আগুনে তার সাড়া শরীর পুড়ে ভষ্মীভূত হয়ে গেছে। তাৎনিক ভাবে গৃহবধুকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯ টায় তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে প্রেরণ করা হয়। এ ব্যাপারে দোষীদের গ্রেপ্তারের জন্য হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত মহিলা এমপি কেয়া চৌধুরী সিলেট রেঞ্জের ডি আইজি ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপারকে বিষয়টি অবগত করলে পুলিশ দোষীদেরকে তাৎনিকভাবে গ্রেপ্তার করতে অভিযান চালায়। এ ব্যাপারে রোমানার পিতা আব্দুর রহিম বাদী হয়ে রোমানার স্বামীকে আসামী করে অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে গত রবিবার নবীগঞ্জ থানায় মামলা রেকর্ড হয়েছে। পুলিশ তাৎক্ষনিভাবে অভিযান চালিয়ে এ ঘটনায় রোমানার শ্বাশুড়ি মায়া বেগমকে বালাগঞ্জ থেকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ আব্দুল বাতেন খান বলেন, দোষীদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নবীগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়িতে চুরি চেষ্টাকালে ২ চোর আটক


     এই বিভাগের আরো খবর