,

নবীগঞ্জে কলেজ কর্মী সম্মেলন অনুষ্ঠিত তালামীয কর্মীদের স্বচরিত্রবান হয়ে কাজ করতে হবে…কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী

এমদাদুল হক ॥ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার মুহতারাম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান বলেছেন, তালামীযে ইসলামিয়ার কর্মীরা স্বচরিত্রবান আদর্শ রাসূল (সা:) দেখানো পথ আমাদের অন্তরে লালন করে কাজ করতে হবে সর্বোপরি সুন্নাতে নবীর অনুসরন অনুকরণ করতে হবে। তিনি আরো বলেন, আমাদের বড় ছাহেব হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী গরীব মিসকীন অসহায় মানুষের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন, তাই তালামীযে ইসলামিয়ার কর্মীরা যোগ্যতা অর্জন করে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে অসহায় বনী আদমের পাশে থেকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে ও ভাল ভাবে পড়াশুনা করে সমাজে ইসলাম প্রতিষ্ঠায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি গতকাল সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা কর্তৃক আয়োজিত নবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে কর্মী সম্মেলন ২০১৫ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ সভাপতি মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মন্নানের উপস্থাপনায় আয়োজিত কর্মী সম্মেলনে শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ জহিরুল ইসলাম রাহুল, নাতে রাসুল (সা:) পরিবেশন করেন সিলেট সবুজ কুঁড়ি শিল্পী গোষ্ঠি’র অন্যতম শিল্পী জি.এম শাদমান সারেক রাহাত, উক্ত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ -১ নবীগঞ্জ বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, হবিগঞ্জ জেলা আল-ইসলাহ সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা এম. হাসান আলী, প্রধান বক্তা হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি জোবায়ের আহমদ রাজু, সুনামগঞ্জ জেলা সভাপতি মুহিবুর রহমান আখতার, হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজের ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান, জেলা তালামীযের প্রশিক্ষন সম্পাদক জালাল উদ্দিন মো: ধন মিয়া, নবীগঞ্জ উপজেলা তালামীযের সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, সহ-প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম শিপন, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ তালামীযের সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রাহুল, সহ- সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ শাওন, অফিস সম্পাদক নাজমুস সাকিব চৌধুরী, নবীগঞ্জ উপজেলা তালামীযের সিনিয়র সদস্য মোঃ আসাদুর রহমান, মোঃ আব্দুল ওয়াদুদ, গজনাইপুর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুন নুর, সাধারণ সম্পাদক আখলুছ মিয়া, আউশকান্দি ইউনিয়ন সভাপতি শাহ মেরাজ আলী সজল, সাধারণ সম্পাদক নাবিল ইসলাম চৌধুরী, ইনাতগঞ্জ ইউনিয়ন সভাপতি এনাম উদ্দিন, দীঘলবাক ইউনিয়ন সভাপতি সৈয়দ মোজাক্কির হোসেন মিলাদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, দেবপাড়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, নবীগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মোঃ মোজাহিদ আহমদ, সাধারণ সম্পাদক কাজী রুহান আহমদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর