,

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আলোচনা সভায় এডিসি– নিজ ধর্মের প্রতি নিষ্ঠা ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা সমাজকে সুসংহত করে

মাহফুজ নয়ন ॥ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, নিজ ধর্মের প্রতি নিষ্ঠা ও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ সমাজকে সুসংহত করে। সকলকেই নিজ ধর্ম যথাযথ ভাবে পালন করতে হবে। নিজেকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা চর্চা করতে হবে। তাহলেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি শনিবার বিকেলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শুভ জন্মাষ্টমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন ইসকন অধ্যক্ষ উদয়গৌর দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী, মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি অজিত কুমার পাল। প্রদীপ দাশ সাগরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুব্রত কুমার চক্রবর্তী, ফনীভূষণ দাশ, শংকর পাল, ডাঃ অসিত রঞ্জন দাশ, সহকারী অধ্যাপক ইষুভূষণ দাশরায়, বাদল কুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা হিন্দু মহাজোটের যুগ্ম আহবায়ক সুজিত বণিক, কাউন্সিলার গৌতম রায়। পবিত্র গীতা থেকে শ্লোক পাঠের মাধ্যমে সভার শুরু করেন প্রমথ সরকার।


     এই বিভাগের আরো খবর