,

শিক্ষা প্রতিষ্ঠান উদ্দীপনা পুরস্কার পেল চুনারুঘাটের ৩টি শিক্ষা প্রতিষ্ঠান

চুনারুঘাট প্রতিনিধি ॥ ২০১৪ সাল থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি এর এক্সেসস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েত) এর মাধ্যমে দেশের প্রতিটি উপজেলার মাধ্যমিক স্তরের ২টি স্কুল ও ১টি মাদ্রাসাকে প্রতি বছর উদ্দীপনা পুরস্কার প্রদান করা হয়। যার মান প্রতিষ্ঠান প্রতি নগদ ১লক্ষ টাকা। এরই ধারাবাহিকতায় এবার চুনারুঘাট উপজেলায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠান এ পুরস্কার অর্জন করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটা, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়, গোগাউড়া দাখিল মাদ্রাসা। পুরস্কারের নীতিমালা অনুযায়ী প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান সহ শিকমন্ডলী, স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবক সদস্যদের ভূমিকার স্বীকৃতি প্রদান এবং শিার গুণগত মান উন্নয়ন কার্যক্রমে অধিকতর উজ্জীবিত ও উৎসাহিত করণের লক্ষে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ পুরস্কার দেওয়া হয়। সংবাদটি নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌছার পর শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য এবং অভিভাবকবৃন্দের মাঝে অনেকেই আনন্দ উল্লাস প্রকাশ করেন। পাশাপাশি বর্তমানে ১০ম শ্রেণিত অধ্যয়নরত ও শিক্ষার্থী ভাল ফলাফল করার প্রতিশ্র“তি প্রদান করে।


     এই বিভাগের আরো খবর