,

নবীগঞ্জের দীঘলবাক ইউপি’র বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে বন্যা কবলিত এলাকা পরির্দশন শেষে হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ও যুক্তরাজ্য প্রবাসীর সার্বিক তত্বাবধানে নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৩টি গ্রামের অসহায় ও হতদরিদ্রদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যেগে মাধবপুর ও গালিমপুর মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার হল রোমে উক্ত অনুষ্টানটি অনুষ্টিত হয়। দীঘলবাক ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লাল মিয়ার সভাপতিত্বে ও দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুজাত চৌধুরীর পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ এওলা মিয়া, দীঘলবাক ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন ইউকে এর ট্যাজারার (অর্থ সম্পাদক) আব্দুল হক আজিজ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাফিজ, সাংবাদিক ও সাহিত্যিক নিলুফা ইসলাম প্রমূখ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সমাচার প্রতিনিধি বুলবুল আহমদ, এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু, গোলজার মিয়া, শাহজাহান সাজু, দুলু মিয়া, মাখন মিয়া, মজনু মিয়া, জিলু মিয়া, খলিলুর রহমান, মনসুর মিয়া, লতিফ মিয়া প্রমূখ। উল্লেখ্য যে, গত শুক্রবারে হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী স্থানীয় আওয়ামীলীগ নেতাদের নিয়ে বন্যা কবলিত এলাকা পরির্দশন কালে বন্যায় ক্ষতিগ্রস্থদেরকে নিজ তহবিল থেকে ২০ হাজার টাকা অনুদান প্রধানের প্রতিশ্র“তি মোতাবেক স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে আলোচনার মাধ্যমে দীঘলবাক ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন ইউকে এর ট্যাজারার (অর্থ সম্পাদক) আব্দুল হক আজিজ আরো ২০ হাজার টাকা যোগ করে মোট ৪০ হাজার টাকার চাল মাধবপুর, গালিমপুর ও মাহমদপুর গ্রামের প্রায় ৫ শত বন্যার্থীদের মধ্যে বিতরণ করেন।


     এই বিভাগের আরো খবর