,

চুনারুঘাট থানায় এবি ব্যাংকের পিকআপ গাড়ি হস্তান্তর

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানায় পিকআপ গাড়ি চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ বি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশের প্রথম বেসরকারী ব্যাংক ৯৩টি শাখা নিয়ে দেশ ও বিদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অন্যদিকে সেবা মূলক প্রতিষ্ঠান, স্কুল, বৃত্তির মেধাবী ছাত্র-ছাত্রী ও বাচ্চাদের কল্যাণে কাজ করছে। এভাবে দেশের বিত্তবান লোকজন দেশের স্বার্থে জন কল্যাণ সেবামূলক কাজে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট থানা মাঠ প্রাঙ্গনে এ বি ব্যাংক লিমিটেড কর্তৃক চুনারুঘাট থানাকে নতুন পিকআপ গাড়ি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে চুনারুঘাট থানা পুলিশ আয়োজনে সভায় হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সভাপতিত্বে ও চুনারুঘাট অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর পরিচালনায় পিকআপ গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ বি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এ বি ব্যাংকের এস-ই ডি পি মাহবুব-ই সোবানি, হবিগঞ্জ জজ কোর্টের পিপি এডভোকেট এম আকবর হোসেন জিতু, উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছ,ু সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, জেলা কমিটিনি পুলিশিং আহবায়ক এডঃ আবুল খায়ের, এনটিসির ডিজিএম আঃ আউয়াল, সার্কেল দক্ষিণ সাজ্জাদ ইবনে রায়হান, এবি ব্যাংক লিমিটেড এর তানিয়া সিদ্দিকী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহলদার, কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল ইসলাম, শানখলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মিরাশী ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী, দেওরগাছ ইউ/পি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, লালচান্দ চা বাগানের ব্যবস্থাপক ই, এইচ, চৌধুরী, দেউন্দি বাগানের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন, ওসি তদন্ত ইকবাল হোসেন, সাংবাদিক ফারুক মাহমুদ, চন্ডিছড়া চা বাগান ব্যবস্থাপক রফিকুল ইসলাম, চান্দপুর চা বাগান ব্যবস্থাপক, থানাপুলিশসহ অনেকেই। সভা শেষে এবি ব্যাংকের ম্যানিজিং ডিরেক্টর মশিউর রহমান চৌধুরী জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী হাতে পিকআপ ভ্যানগাড়ীর চাবি হস্তান্তর করেন।


     এই বিভাগের আরো খবর