,

তারকা ক্রিকেটার সৃষ্টির উদ্দেশ্যে হবিগঞ্জে ক্রিকেট স্কুলের যাত্রা

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু জাহির বলেছেন, হবিগঞ্জ একটি খেলাধুলায় ঐতিহ্যবাহী জেলা। কিন্তু স্টেডিয়ামের অভাবে আমার ক্রমশ পিছিয়ে পড়ছিলাম। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে হবিগঞ্জে আধুনিক স্টেডিয়াম বাস্তবায়ন করায় এখন নতুন প্রাণ পেয়েছে হবিগঞ্জে ক্রীড়াঙ্গন। তবে ক্রীড়াঙ্গনে সত্যিকারভাবে সফল হতে প্রয়োজন বহুমুখি প্রচেষ্টা। এর মধ্যে গুরুত্বপূর্ণ হল প্রতিভা অন্নেষণ ও নিবিড় প্রশিক্ষণ। এক ঝাক তরুনের উদ্যোগে হবিগঞ্জ ক্রিকেট স্কুল যাত্রা শুরু করায় এই প্রতিষ্ঠান হবিগঞ্জের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখবে। সবাই মিলে এই প্রতিষ্টানকে সহযোগিতা করতে হবে। গতকাল বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে হবিগঞ্জ ক্রিকেট স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। হবিগঞ্জ ক্রিকেট স্কুলের পরিচালক বদরুল আলমের সভাপতিত্বে ও পরিচালক মাকসুদুর রহমান উজ্জলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি ও ক্রিকেট কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুর রশিদ এমরান। বক্তব্য রাখেন, রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, এয়ার লিংক এর পরিচালক আহমেদ কবির আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, চেম্বার পরিচালক মিজানুর রহমান মিজান, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য, আব্দুল মোতালিব মমরাজ, মঈন উদ্দিন তালুকদার সাচ্চুু, তাজ উদ্দিন, ইব্রাহিম খলিল সোহেল, রাসেল আহেমদ, রিন্টু রায়, ফয়সল, তুষার ও রতন প্রমুখ। প্রসঙ্গত, হবিগঞ্জের তরুণ ক্রিকেটারদের প্রশিনের মাধ্যমে তারকা ক্রিকেটার সৃষ্টির লক্ষ্যে এই স্কুল প্রতিষ্ঠা করেন ৬ তরুণ। এর মধ্যে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাজমূল হোসেন। প্রধান উপদেষ্ঠা মনোনীত করা হয়েছে এমপি আবু জাহিরকে।


     এই বিভাগের আরো খবর