,

শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আবার চালু

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ট্রান্সফরমার অগ্নিকান্ডে বিকল হওয়ার পর গতকাল বৃহষ্পতিবার পিকআওয়ারে আবার চালু হয়েছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক দুজুর্টি প্রসাদ সেন এ তথ্য জানিয়েছেন। সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর বিকেলে একটি ট্রান্সফরমারে বোসিং ফেটে অগ্নিকান্ডে ৩টি ট্রান্সফরমারের বোসিং ক্ষতিগ্রস্থ হয়। এতে ৮ ও ৯ নং ইউনিট থেকে জাতীয় গ্রীডে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। গত সোমবার থেকে ২টি বোসিং পরিবর্তন ও একটি মেরামতের কাজ সমাপ্ত হয়। এছাড়া গত বুধবার ট্রান্সফরমারের তেল শোধনের কাজ শেষ হয়েছে। মেরামত কাজের নেতৃত্ব দেন পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল খালেক। ব্যবস্থাপক দুজুর্টি প্রসাদ সেন জানান, বৃহষ্পতিবার বিকেলে পরীক্ষামূলক ট্রান্সফরমার ৩টি চালু করা হবে। কোনো সমস্যা না দেখা দিলে বৃহষ্পতিবার রাত থেকে জাতীয় গ্রীডে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হবে।


     এই বিভাগের আরো খবর