,

সিলেটে এসিড সন্ত্রাসের শিকার সুমির দৃষ্টিশক্তি ফেরানোর চেষ্টা

সময় ডেস্ক ॥ বাংলাদেশের চিকিৎসকদের পক্ষে সুমির দু’চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়া অসম্ভব। কিন্তু চেষ্টা চলছে। ভারতে নিয়ে এ চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সঙ্গে রয়েছে মানসিক অসুস্থ্যতাও। এই সুমি গত বছরের ২১ নভেম্বর সিলেট শহরে এসিড সন্ত্রাসের শিকার হয়ে ২৩ শতাংশ দগ্ধ হয়েছিলেন। অভিযোগÑ তার বন্ধু দুলু এ ঘটনার ‘খলনায়ক’। বর্তমানে সুমি এসিড সারভাইভস ফাউন্ডেশনের হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট হয়ে বর্তমানস্থানে ঠাঁই হয় সুমির। এসিডে দু’চোখ মারাÍক ক্ষতিগ্রস্থ হবার পাশপাশি দেহের বিভিন্নস্থানও মারাÍক ক্ষতিগ্রস্থ হয়। সুমির ঘটনা নিয়ে গত ৭ জুন আমাদের সময় ডটকমে ‘আশ্রয় নেই চোখ হারানো সুমির’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। ফাউন্ডেশন সূত্র জানায়, ভারতে নেয়ার জন্য তার পাসপোর্ট তৈরির কাজ চলছে জোর গতিতে। এ কাজের জন্য তার জš§নিবন্ধন সনদ সম্প্রতি সিলেট থেকে আনা হয়েছে। এমনিতে সুমির শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তার খাওয়া-ঘুম অনেকটাই স্বাভাবিক। ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারি ছাড়াও বর্তমানে একটি স্মার্টফোন তার সঙ্গী। দৃষ্টিশক্তি স্বাভাবিক না থাকলেও অনায়াসে তিনি স্মার্টফোন চালাতে পারছেন। তবে তার মানসিক অবস্থা খুব একটা সুবিধার নয়। এজন্য নিয়মিত দক্ষ মনোরোগ বিশেষজ্ঞের তত্বাবধায়নে তার কাউন্সিলিং চলছে। অন্যদিকে, দুনিয়ায় রক্তের স্বজন জীবিত থাকা সত্বেও কেউ আজও দায়িত্ব নিতে চান না সুমির। মা, সৎ বাবা-আপন মামা, কেউ-ই নয়। নূন্যতম খোঁজ খবরও নেয়া হচ্ছে না। এ বিষয়টি বিউটি পার্লারের সাবেক কর্মী সুমিকে মানসিকভাবে বেশ কষ্ট দিচ্ছে বলে জানা যায়। ফাউন্ডেশন জানায়Ñ সুমির সবচেয়ে বড় চাওয়া তার চোখ দুটো যেন ঠিক হয়। এটি হলে তিনি কাজ করে জীবনধারণ করবেন।


     এই বিভাগের আরো খবর