,

যুক্তরাজ্য বিএনপির কার্যক্রম নিয়ে সন্তোশ প্রকাশ বেগম খালেদা জিয়ার

মতিয়ার চৌধুরী, লন্ডন প্রতিনিধি ॥ সরকার বাংলাদেশকে বিশ্ববাসীর সামনে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্ঠা করছে অথচ সরকারী দল আওয়ামীলীগের ভেতর অসংখ্য জঙ্গি রয়েছে। এমন্তব্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গত শুক্রবার লন্ডন সময় রাত দশ ঘটিকায় তারেক রহমানের কিংষ্টনের বাসভবনে যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে সাক্ষাত কালে তিনি এমন্তব্য করেন। বেগম খালেদা জিয়া বলেন বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় টিকে রয়েছে, ৫% জনসমর্থনও সরকারের নেই। প্রায় দেড়ঘণ্ঠা ব্যাপী এই বৈঠকে বেগম জিয়া বলেন দেশ থেকে সরকার মানবাধিকার আইনের শাশন ও গণতন্ত্রকে বিদায় করেছে। দেশের বিচার বিভাগ সরকারের সম্পুর্ণ নিয়ন্ত্রনে, দেশের মানুষ সুবিচার পাওয়া থেকে বঞ্চিত। পুলিশ আর্মি বিচার বিভাগ সহ প্রতিটি ক্ষেত্রে সরকার দলীয় ক্যাডারদের নিয়োগ দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে আবার বাকশাল কায়েম করতে চাইছে। প্রতিদিনই বিশ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা গুম করা হচ্ছে। এই মূহুর্থে দেশের মানুষকে জিম্মি দশা থেকে মুক্ত করতে হলে দেশে বিদেশে সরকার বিরুধী দুর্বার গণআন্দোলন গড়ে তোলতে হবে। বিদেশীদের কাছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরারর দায়িত্ব গণতন্ত্রে বিশ্বাসী নেতাকর্মীদের। যুক্তরাজ্য বিএনপির কার্যক্রম নিয়ে তিনি সন্তোশ প্রকাশ করেন। এসময় বেগম জিয়া দলীয় নেতাদের বিশদলীয় জোটের নেতাকর্মীদের সাথে নিয়ে ইউরোপ সহ বিশ্বব্যাপী আন্দোলন জোরদার কারার নির্দেশ প্রদান করেন। তিনি ব্রিটিশ ভিসা অফিস ঢাকায় ফিরিয়ে আনতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের ব্রিটিশ সরকারের সাথে লবিং করার আহবান জানান। বিএনপি নেত্রীর সাথে ইউকে বিএনপির নেতৃবৃন্দের সাক্ষাতের কথা নিশ্চিত করেন দলের সিনিয়র ভাইস প্রেসিডেণ্ট আব্দুল হামিদ চৌধুরী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে বিএনপি‘র সভাপতি এম এ মালেক, সেক্রেটারী কয়ছর এম আহমদ, প্রধান উপদেষ্টা সায়েস্থা চৌধুরী কুদ্দুস, তারেক রহমানের মানবাধিকার উপদেষ্টা ও ইউকে বিএনপি‘র সাবেক সেক্রেটারী ব্যারিষ্টার এম এ সালাম, ইউকে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেণ্ট আব্দুল হামিদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, এম লুতফুর রহমান, আক্তার হোসেন, মঞ্জুরুস সামাদ চৌধুরী, আনোয়ার হোসেন খোকন, শেখ শামসুদ্দিন শামীম ও অধ্যাপক ফরিদ উদ্দিন।


     এই বিভাগের আরো খবর