,

পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভার দরিদ্র জনগনের মাঝে বিতরণ করা হয়েছে ভিজিএফ-এর চাল। গতকাল শনিবার পৌরএলাকার ৬ টি কেন্দ্রে একযোগে ভিজিএফের চাল বিতরণ করা হয়। প্রতিটি ওয়ার্ডে চাল বিতরণ কর্মসুচী উদ্বোধন করেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। সংসদ সদস্য বলেন বর্তমান সরকার দরিদ্র জনগনের কল্যানের জন্য বিভিন্ন কর্মসুচী চালু করেছে। তিনি বলেন শিক্ষাভাতা, শিশুভাতা, বয়স্কভাতা, স্বামী পরিত্যক্তা ভাতাসহ নানা ধরনের ভাতা প্রদান করে বর্তমান সরকার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এডভোকেট মোঃ আবু জাহির বলেন যারা আজ ভিজিএফের চাল নিতে এসেছেন তাদের সন্তানরা যাতে শিক্ষার আলোয় আলোকিত হতে পারে সেজন্য তাদেরকে স্কুল-কলেজে পাঠাতে হবে। এছাড়াও তিনি দরিদ্র মানুষের সেবা করার জন্য বর্তমান সরকারের হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান। কেন্দ্রগুলোতে উপস্থিত ছিলেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর মোঃ আবুল হাসিম, মোঃ জাহির উদ্দিন, দিলীপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌরকর্মচারী সংদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারন সম্পাদক মহিবুর রহমান দুলন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। যে কেন্দ্রগুলোতে চাল বিতরণ করা হয় সেগুলো হলো উমেদনগর পৌর হাইস্কুল, সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিরদাময়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিটিআই স্কুল, চৌধুরীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিরিষতলা। হবিগঞ্জ পৌরকাউন্সিলগনের তত্বাবধানে পৌরসভায় ৯ টি ওয়ার্ডের ৪ হাজার ৬ শ ২১ জন দুঃস্থ নাগরিক ভিজিএফের মাধ্যমে মাথাপিছু ১০ কেজি করে চাল গ্রহণ করেন।


     এই বিভাগের আরো খবর